
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদা না পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার বিকেলে পল্লবীর আলবিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে এ হামলা চালানো হয়। হামলাকারীরা গুলি বর্ষণ করে। গুলিতে একজন আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায় বলে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা অভিযোগ করেছেন। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান শনিবার জানান, শুক্রবার বিকেল ৫.৪০ মিনিটের দিকে ২০-২৫ জন সন্ত্রাসী আবাসন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে হামলা চালায়। সন্ত্রাসীদের গুলিতে একজন ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া এক ভিডিওতে দেখা যায়, সন্ত্রাসীদের হাতে দেশীয় ধারালো অস্ত্র ছিলো। কারো কারো হাতে লাঠি, হকিস্টিক ছিলো।
স্থানীয় এ কে বিল্ডার্স কোম্পানির পরিচালক এহসান সাংবাদিকদের জানান, তার বাবা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় এর আগে দুই দফায় প্রতিষ্ঠানে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সশস্ত্র ব্যক্তিরা। সর্বশেষ শুক্রবার হামলা চালানো হয়।