শিক্ষা উপদেষ্টার সঙ্গে ডুয়েট উপাচার্যের বৈঠক

1 Min Read

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন।

বৃহস্পতিবার ১০ জুলাই অনুষ্ঠিত এ বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ভূমি সম্প্রসারণ, সমাবর্তন আয়োজন, বাজেট, প্রশাসনিক কাঠামো হালনাগাদ, গবেষণা ও প্রকাশনা কার্যক্রম, বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং উন্নয়ন এবং প্রস্তাবিত প্রকল্পসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডুয়েটের সহকারী পরিচালক মো. জিয়াউল হক জানান, বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, শিক্ষার্থীদের এক্সট্রা-কারিকুলার অংশগ্রহণ, উন্নত গবেষণা সুবিধা এবং আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার অগ্রগতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

শিক্ষা উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং ডুয়েটের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপাচার্য উপদেষ্টাকে সুবিধাজনক সময়ে বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ জানালে তিনি তা সদয়ভাবে গ্রহণ করেন।

বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুয়েট উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, “উপদেষ্টার দিকনির্দেশনা ও মন্ত্রণালয়ের সহযোগিতার মাধ্যমে ডুয়েটের চলমান ও ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে এবং বিশ্ববিদ্যালয় দেশের টেকসই উন্নয়নে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।”

তিনি ডুয়েটকে একটি উদ্ভাবন ও গবেষণাভিত্তিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরে সকলের সহযোগিতা কামনা করেন।

Share This Article
Leave a Comment