
গাজীপুরে ৫ বছরের শিশু নাবিলা কানিজ নাভা হত্যা মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে সদর মেট্রো থানা পুলিশ।
সোমবার নিখোঁজের ৫ দিন পর পুলিশ শিশু নাবিলার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে নগরীর ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকার মাই ওয়ান কারখানার পাশের ঝোঁপ থেকে। বিষয়টি এলাকায় ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
গ্রেফতার বাড়ির মালিক বাবা সাদেকুল ও ছেলে লামিনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
সোমবার রাতেই অজ্ঞাতনামাদের আসামি করে শিশুটির মা মালয়েশিয়া প্রবাসী নাসির মিয়ার স্ত্রী খাদিজা আক্তার গাজীপুর সদর মেট্রো থানায় একটি হত্যা মামলা করেন।
মঙ্গলবার সকালে মামলার ২৪ ঘণ্টার মধ্যেই বাবা-ছেলেকে গ্রেফতার করে পুলিশ।
মামলা ও দুজনকে গ্রেফতারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করে সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি শিশুটিকে হত্যার সঙ্গে যারা জড়িত শিগগিরই তাদের আইনের আওতায় আনতে পারব।
৯ জুলাই বিকাল ৪টার দিকে ৫ বছরের শিশু নাবিলা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সন্ধান চেয়ে পোস্ট দিয়েছিল পরিবারটি।
সোমবার বিকাল ৪টার দিকে নিখোঁজের ৫ দিন পর শিশুটির বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তার হত্যাকারীদের গ্রেফতারের জোর দাবি তুলেছিলেন এলাকাবাসী।