তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে ২০২৫ সালেই: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
1 Min Read

অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনের উদ্দেশ্যে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, এই কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছে। ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এই প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে যাবে এবং পরে ইআরডি’র মাধ্যমে চূড়ান্ত হয়ে চায়না কর্তৃপক্ষের কাছে যাবে। এরপর বিস্তারিত রিপোর্টের আলোকে শুরু হবে এর বাস্তবায়নকাজ। তবে তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চীন ও বাংলাদেশের বিষয়, তাই সিদ্ধান্ত নিতে দুই দেশেরই সম্মতি লাগবে।

পরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সড়ক পথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষাকাজ পরিদর্শনের উদ্দেশ্যে রাওনা দেন।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকীসহ দপ্তরের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment