গাজীপুর প্রেসক্লাবে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন

1 Min Read

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে ১৬ জুলাই বুধবার বিকেলে গাজীপুর প্রেসক্লাব ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

গাজীপুর প্রেসক্লাবে যুগান্তর পত্রিকার গাজীপুর প্রতিনিধি শাহ সামসুল হক রিপন এর আয়োজনে গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটু সভাপতিত্বে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম এর ৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

২০২০ সালের ১৩ জুলাই, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মারা যান। গাজীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

আলোচনা সভায় বক্তারা নূরুল ইসলামের কর্মময় জীবন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তার অবদান তুলে ধরেন। তারা বলেন, নূরুল ইসলাম একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ছিলেন এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করেছেন। সেই সাথে, তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। 
Share This Article
Leave a Comment