ব্রিতে জুলাই শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি-তে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে ব্রির প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। শহীদদের স্মরণে আয়োজিত এই  কর্মসূচিতে অংশ নেন ব্রির বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি ও শ্রমিকরা।
দিবসটি উপলক্ষে বাদ যোহর ব্রির কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা ও ধর্মীয় রীতিনীতি অনুসরণে শোকানুষ্ঠান।
ব্রির মহাপরিচালক বলেন, এই দিনটি জাতির জন্য এক গভীর বেদনার স্মৃতি বহন করে। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি তাদের, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। গবেষণা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা শুধু বৈজ্ঞানিক উন্নয়নে সীমাবদ্ধ নয়, আমরা চাই জাতির ইতিহাস অটুট থাকুক।
শহীদদের প্রতি সম্মান জানিয়ে সকল স্তরের কর্মীরা নীরবতা পালন করেন ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচিগুলোতে রাষ্ট্রীয় শোক দিবসের মর্যাদা বজায় রেখে জাতীয় ঐক্য ও মানবিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।
প্রসঙ্গত, ‘জুলাই শহীদ দিবস’ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক স্মরণীয়  ও গুরুত্বপূর্ণ দিন। আজকের এই দিবসটি গভীর শ্রদ্ধার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিষ্ঠানে পালন করা হয়।
Share This Article
Leave a Comment