কাপাসিয়ায় বিদ্যালয়ের দপ্তরিকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেফতার ১

1 Min Read
কাপাসিয়ায় ছুরিকাঘাতে নিহত আরিফ হোসেন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরিকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত দপ্তরির নাম আরিফ হোসেন (৩০)। তিনি কীর্তুনিয়া গ্রামের মালেক ভুইয়ার ছেলে।

রোববার (২০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কীর্তুনিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

কাপাসিয়া থানার ইনস্পেকটর তদন্ত রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একই এলাকার ফাইজ উদ্দিনের ছেলে আসাদুল্লাহ নামে একজনকে আটক করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, স্কুল চলাকালীন সময়ে আরিফ হোসেন স্কুলের বাইরে যান। কিছুক্ষণ পর খবর পাই, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ইউপি সদস্য সুলতান উদ্দিন বলেন, প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারি, আরিফ হোসেন স্কুলের পাশের একটি দোকানে বসে ছিলেন। এ সময় এক দুর্বৃত্ত এসে হঠাৎ পেছন থেকে তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন হামলাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আল আমিন হোসেন রাকিব জানান, আহত অবস্থায় আরিফ হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হলে, তাকে মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, পুর্ব বিরোধের জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

Share This Article
Leave a Comment