গাজীপুরে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
1 Min Read

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।

সোমবার (২১ জুলাই ) বেলা বারোটার দিকে ভোগড়া বাইপাস মোড়ে গাজীপুর জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান। প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি ও বিএনপি নেতা সালাউদ্দিন সরকার।

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক মোঃ মিনার উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান বাবুল, মহানগর শ্রমিক দলের আহবায়ক ফয়সাল আহমেদ সরকার, জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব উদ্দিন যুবরাজ, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, শ্রমিক দল নেতা আবুল কালাম প্রধান, বাসন থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, তারেক রহমান এই দেশের কোটি কোটি মানুষের জনপ্রিয় নেতা। তার বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল তারেক রহমানের নামে নানা অপপ্রচার করছে। কোন ধরনের অপপ্রচার তারেক রহমানের জনপ্রিয়তাকে কমানো যাবে না।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গাজীপুর ভোগড়া বাইপাস মোড় থেকে চান্দনা চৌরাস্তা অতিক্রম করে। বিশাল বিক্ষোভ মিছিলটিতে সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী যোগ দেন।

Share This Article
Leave a Comment