
গাজীপুরের টঙ্গীতে চাঁদাবাজি মামলায় গ্রেফতার হওয়া গাজীপুর মহানগর বিএনপির বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক স্বপনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
গতকাল রোববার পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আদালত সাবেক এ বিএনপি নেতার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রাতেই তাকে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়।
টঙ্গীর পূর্ব থানায় চাঁদাবাজির মামলায় গত (৬ জুলাই)রোববার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, জিয়াউল হক স্বপন পেশায় একজন আইনজীবী। তিনি সাবেক বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ব্যবসায়ী,শিক্ষক,ছাত্র ও বিএনপি নেতাকর্মীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আসামি করে আদায় করতেন মোটা অংকের টাকা। স্বপনের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগ মামলা হয়েছে। তার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। তবে দুটি মামলায় তিনি জামিনে ছিলেন।
রোববার রাতে স্বপনকে থানায় এনে জিজ্ঞেসবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে স্বপন গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন,অভিযুক্ত বিএনপি নেতার বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। মামলার প্রয়োজনে রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হবে।