সাবেক প্রতিমন্ত্রী রাসেলের সহযোগী খালেদ সাইফুল্লাহ আটক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read

গাজীপুর-২ আসনের সাবেক এমপি এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সহযোগী খালেদ সাইফুল্লাহ সেলিমকে (৪৫) টঙ্গী থেকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২১ জুলাই) গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার সেলিম টঙ্গীর পাগার এলাকার মাওলানা হেদায়েত উল্লাহর ছেলে। তিনি ৪৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ বলছে, গোপন খবরে রোববার রাতে টঙ্গীর পাগার এলাকা থেকে সেলিমকে আটক করা হয়।

স্থানীয়রা জানায়, সেলিম সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সেকেন্ড ইন কমান্ড নামে পরিচিত ছিল। তিনি ছিলেন টঙ্গী বিসিকের অলিখিত নিয়ন্ত্রক। বিসিকের সব কারখানার ঝুট ব্যবসা ও চাঁদাবাজিসহ অপরাধ নিয়ন্ত্রণ করতেন সেলিম।  আওয়ামী সরকারের পতনের পর থেকে স্থানীয় কয়েকজন যুবদল নেতার আশ্রয়ে ছিলেন তিনি।

গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share This Article
Leave a Comment