গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় নগরীর রাজবাড়ি সড়কের জেলা বিএনপি কার্যালয়ে
জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর পরিচালনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু,
অন্যানের মাঝে আরো বক্তৃতা করেন বিএনপি নেতা আব্দুল মোতালেব, আবু তাহের মুসুল্লী, নুরুল ইসলাম সিকদার চেয়ারম্যান, আবু বকর সিদ্দিক চেয়ারম্যান, এম আনোয়ার হোসেন, আক্তারুল আলম মাস্টার, স্বেচ্ছাসেবক দল নেতা আশরাফ নেওয়ার চৌধুরী শাওন, যুবদল নেতা নজরুল ইসলাম, ছাত্রদল নেতা সোহাগ হোসেন, ওলামা দলনেতা আমিনুল ইসলাম প্রমুখ।