মাইলস্টোনের শিক্ষার্থীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায়

নিজস্ব প্রতিবেদক
1 Min Read

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইল যাওয়ার পথে দুর্ঘটনায় পতিত হয়েছে। এসময় অ্যাম্বুলেন্সে থাকা নিহতের কয়েকজন আত্মীয়-স্বজন আহত হন।

সোমবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এ ঘটনা ঘটে। অ্যাম্বুলেন্সটি মহাসড়কের রোড ডিভাইডারের উপরে আঘাত করে কাত হয়ে পড়ে যায়।

নিহত শিক্ষার্থীর নাম মেহনাজ আফরিন হুমাইরা (৮)। তিনি টাঙ্গাইলের সখিপুর থানার তেলিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় ওই স্কুলের ছাত্রী হুমাইরা মারা যায়। পরে স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত ২টার দিকে গাড়িটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে মহাসড়কের রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে মহাসড়কের উপর পড়ে যায় যায়। এ ঘটনায় গাড়িতে থাকা একাধিক স্বজন আহত হন। এসময় সেনা সদস্যরা তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। তবে আহতদের অবস্থা গুরুতর না থাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
Share This Article
Leave a Comment