সাবেক মন্ত্রী মোজাম্মেল হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছেন: হাসান সরকার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read

বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সমালোচনা করে বলেছেন, আকম মোজাম্মেল হকের শাসনামলে হাজার হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছিলেন। অত্যন্ত পরিতাপের বিষয়, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানকে তিনি পাকিস্তানের অনুচর বলেছিলেন।

তিনি বলেন, যদি জিয়াউর রহমানকে অনুচর বলা হয়, তাহলে শেখ মুজিবুর রহমানের শাসনামলে কেন তাকে ডেপুটি চিফ কমান্ডার করা হয়েছিল। ওই সময় কেনই বা তাকে বীরউত্তম খেতাব দেওয়া হয়েছিল।

মঙ্গলবার দুপুরে টঙ্গীর বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে জেলা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

গাজীপুর সদর উপজেলার সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, এনামুল হক, মতিউর রহমান, ইমান উদ্দিন, আকবর আলী, জিন্নত আলী, বানী মোহাম্মদ, আবু বকর, মফিজ উদ্দিন, আব্দুস সামাদ, বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, অধ্যক্ষ হারুন-অর রশিদ, আজিজুল হক রাজু মাস্টার, এমএ মোতালিব হোসেন প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে হাসান উদ্দিন সরকার বলেন, বিএনপির নীতিনির্ধারণী ফোরামের গ্রিন সিগন্যাল পেয়ে আমি নির্বাচনি মাঠ গোছাতে কাজ করে যাচ্ছি। গাজীপুর-২ আসন থেকে আমি এমপি প্রার্থী হিসেবে সবার সার্বিক সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধার নামে অনেকে মানুষকে ধোঁকা দিয়েছে। আগামী দিনে মুক্তিযোদ্ধাদের দেশের কল্যাণে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বড় কঠিন।

পরে সম্প্রতি উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর জন্য বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Share This Article
Leave a Comment