
গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুসারে কৃষি ও প্রযুক্তি বিষয়ে নিজেদের দক্ষতা ও জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “সার্ক এগ্রিকালচার সেন্টার (ঝঅঈ) বুক কর্নার”এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই (মঙ্গলবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অবস্থিত এই বুক কর্নারটি ফিতা কেটে উদ্বোধন করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মোঃ হারুনূর রশীদ। গাকৃবির উদ্যোগে ও সার্ক কৃষি কেন্দ্রের সার্বিক সহায়তায় এটি স্থাপনের ফলে গাকৃবি শিক্ষক-শিক্ষার্থী, গবেষকদের সাথে সার্কভুক্ত দেশগুলোর কৃষি বিষয়ক গবেষণা, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত হলো। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মোঃ ইউনুস আলী, সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর এবং সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট) ড. রাজা উল্লাহ খানসহ সার্ক এগ্রিকালচার সেন্টারের প্রতিনিধি এবং গাকৃবির বিভিন্ন অনুষদীয় ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ‘সার্ক এগ্রিকালচার সেন্টার বুক কর্নার’-এ বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের কৃষি সম্পর্কিত নীতিনির্ধারণ যেমন লাইভস্টক, মৎস্য, জলবায়ু পরিবর্তন, ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট, কৃষি অর্থনীতিসহ প্রযুক্তি, গবেষণা প্রতিবেদন, পিয়ার-রিভিউড জার্নাল এবং প্রকাশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। সার্ক কৃষি কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত ২৫০ টির অধিক বইগুলো ইংরেজির পাশাপাশি বিভিন্ন স্থানীয় ভাষাতেও সংরক্ষিত, যা পাঠকদের বহুমাত্রিক চাহিদা পূরণে সক্ষম হবে।
পরে গাকৃবির কেন্দ্রীয় লাইব্রেরি প্রধান প্রফেসর ড. মোঃ ইউনুছ মিঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,“এই বুক কর্নার আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের দক্ষিণ এশিয়ার কৃষি ব্যবস্থার পরিবর্তন, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সম্পর্কে জানার দরজা উন্মুক্ত করবে। এটি আমাদের বিশ্ববিদ্যালয়কে কৃষি গবেষণায় আঞ্চলিক নেতৃত্বে পৌঁছাতে সহায়ক হবে।” অন্যদিকে ড. মোঃ হারুনূর রশীদ বলেন,“সার্কভুক্ত দেশগুলোর কৃষি বিষয়ক অভিজ্ঞতা, গবেষণা ও নীতিমালাকে এক জায়গায় এনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগকে আমরা সার্ক এগ্রিকালচার সেন্টারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাব।” অনুষ্ঠানের শেষে আগত অতিথিরা বুক কর্নার পরিদর্শন করেন এবং নির্বাচিত কিছু প্রকাশনার প্রশংসা করেন। শেষে সভাপতির বক্তব্যে জানানো হয়, ভবিষ্যতে এই বুক কর্নারকে একটি ডিজিটাল রিসোর্স সেন্টারে পরিণত করার পরিকল্পনা রয়েছে, যেখানে অনলাইন অ্যাক্সেসের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর কৃষি জার্নাল ও গবেষণা প্রতিবেদন পাওয়া যাবে। উল্লেখ্য, সার্ক কৃষি কেন্দ্র এ পর্যন্ত ২৫০টির বেশি কৃষি ও গবেষণাভিত্তিক বই প্রকাশিত করেছে যা বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসহ দক্ষিণ এশীয় দেশগুলোতে বিতরণ অব্যাহত রেখে চলেছে।