গাজীপুর কষি বিশ্ববিদ্যালয়র নতুন প্রক্টর প্রফসর সাইফুল আলম

2 Min Read

আজ ২৮ জুলাই (সোমবার) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়র নতুন প্রক্টর হিসব দায়িত্ব গ্রহণ করলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রখ্যাত প্রফসর ড. মোহাম্মদ সাইফুল আলম।

তিনি বিশ্ববিদ্যালয়র ১৪তম প্রক্টর হিসব দায়িত্ব গ্রহণ করেন এবং এই পদ প্রফসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ-এর স্লাভিষিক্ত হন। ড. সাইফুল আলম দেশর একজন সুপরিচিত মৃত্তিকা বিজ্ঞানী হিসব ইতামধ্যই খ্যাতি অর্জন করছেন।

জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ৭০টিরও অধিক গবেষণা প্রবন্ধ তাঁর পান্ডিত্য ও গবেষণার গভীরতা প্রতিফলিত করে। তিনি ২০১৩ সাল বিশ্বখ্যাত চাইনিজ একাডমি অব সায়ন্সস থেক পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীত ২০১৮-১৯ সাল জাপানের নাগায়া বিশ্ববিদ্যালয় পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন করেন। তাঁর গবেষণাকর্ম মৃত্তিকার স্বাস্থ, টেকসই কষি ও পরিবশবান্ধব ব্যবস্থাপনার ওপর গভীর প্রভাব ফেলেছে।

ড. আলম ২০০৬ সাল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রভাষক হিসব যোগদান করেন এবং দীর্ঘ এক দশকরও বেশি সময় ধর সুনামের সঙ্গে শিক্ষকতা ও গবেষণা চালিয়ে ২০১৮ সাল প্রফসর হিসব পদান্নতি লাভ করেন। প্রশাসনিক দক্ষতার পাশাপাশি তিনি নেতত্বদানের ক্ষেত্রও সম্মান পারদর্শী। তিনি ২০১৪-২০১৬ সাল পর্যন্ত মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করন। এছাড়া, প্রক্টর হিসব দায়িত্ব নেওয়ার পূর্ব তিনি ২০২৪ সালের সেপ্টম্বর মাস থেক পরিচালক (ছাত্র-কল্যাণ) হিসব নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলছেন।

ব্যক্তিজীবন তিনি এক শিক্ষিত ও সম্ভ্রান্ত মুসলিম পরিবার ১৯৭৬ সাল গাজীপুর জেলার সদর উপজলার পশ্চিম ডগরী গ্রাম জন্মগ্রহণ করেন। সততা, দায়বদ্ধতা ও মানবিক নেতত্বর জন্য তিনি সহকর্মী ও শিক্ষার্থীদর মাঝ বিশষভাব সম্মানিত। ড. মোহাম্মদ সাইফুল আলম এর মতা একজন বিজ্ঞ, অভিজ্ঞ ও মানবিক গুণসম্পন ব্যক্তির নেতত্ব বিশ্ববিদ্যালয়র আইন-শখলা ও শিক্ষাবান্ধব পরিবশ আরও দঢ় হব এমনটাই প্রত্যাশা করছ বিশ্ববিদ্যালয়

Share This Article
Leave a Comment