
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ হওয়ার ১৭ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই নারীকে উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস।
সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা পর্যন্ত ওই নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। রোববার রাত ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ফুটপাতে ঢাকনা খোলা ম্যানহোলে পরে নিঁখোজ হন ওই নারী।
এদিকে নিখোঁজ নারীকে চাচাতো বোন পরিচয় দিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন শুকতারা ইসলাম ঐশি নামে অপর এক নারী। তিনি দাবি করেন, নিখোঁজ নারী ফারিয়া তাসনিম জ্যোতি (৩২) চুয়াডাঙ্গা সদর থানার বাগান পাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে।
জ্যোতি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার মনি ট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেলস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। গতকাল টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে তিনি নিখোঁজ হন বলে দাবি করছেন শুকতারা ইসলাম।
তিনি বলেন, রাতে ফেসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারি ওই এলাকায় একজন নারী ম্যানহোলে পড়ে যায়। তারপর আমাদের পরিবারের লোকজন জ্যোতির মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ দেখাচ্ছে। এরপর অনেক খোঁজাখুঁজি করে আজ হোসেন মার্কেট এসে জানতে পারি এখানেই একজন নারী ম্যানহোলে পড়ে গেছে। তিনি দাবি করেন, নিঁখোজ নারী তার চাচাতো বোন জ্যোতি। ১৫ ঘণ্টা অতিবাহিত হলেও তার বোন এখনো উদ্ধার হয়নি। তিনি অবিলম্বে তার বোনকে উদ্ধারের দাবি জানান। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
সরেজমিন জানা যায়, নিখোঁজকে উদ্ধারে ফায়ার সার্ভিস ১৭ ঘণ্টা ধরে চেষ্টা করছেন। ড্রেনের পানিতে তীব্র স্রোত থাকায় ভুক্তভোগীর অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। ঘটনাস্থল এলাকায় ড্রেনের অনেক জায়গায় ঢাকনাই এখনো খোলা রয়েছে। খোলা ঢাকনায় তীব্র স্রোত লক্ষ্য করা গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত আছে।