
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম জ্যোতির মৃত্যুর ঘটনায় তার দুই শিশু সন্তানের উপযুক্ত ক্ষতিপূরণ এবং দায়ী প্রকৌশলী ও কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় গাজীপুর শহরের শিববাড়ি মোড়ে নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং সিটি করপোরেশনের গাফিলতির ফলেই এ মর্মান্তিক মৃত্যু ঘটেছে। তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান।
গাজীপুর নাগরিক কমিটির সভাপতি জুলীয়াস চৌধুরী বলেন, “স্লাবহীন ড্রেন আর খোলা ম্যানহোল আজ গাজীপুরে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। কর আদায়ে প্রশাসনের উৎসাহ থাকলেও নাগরিক সুরক্ষা নিশ্চিতে তারা সম্পূর্ণ ব্যর্থ।”
সাংবাদিক ঐক্য ফোরামের নেতা বিপুল বৈরাগী বলেন, “জ্যোতির মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে— এই শহরে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা দুর্বল।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ভাষা আন্দোলন পরিষদের সভাপতি আতিকুল ইসলাম, দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট নূর নবী সরদারসহ আরও অনেকে।
মানববন্ধনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়:
১. ফারিয়া তাসনিম জ্যোতির দুই সন্তানকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। ২. দায়ী প্রকৌশলী ও কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা করতে হবে। ৩. ৭২ ঘণ্টার মধ্যে গাজীপুরের সব খোলা ড্রেন ও ম্যানহোল বন্ধ করতে হবে। ৪. সুষ্ঠু তদারকি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ৫. ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এ আন্দোলনকে গণদাবিতে রূপ দিয়েছে।