গাজীপুরে নুরুল ইসলামের স্মরণসভা

2 Min Read

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের শীর্ষ গণমাধ্যম দৈনিক যুগান্তর পত্রিকা এবং যমুনা টিভির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে স্বজন সমাবেশ গাজীপুর।

বৃহস্পতিবার বাদ মাগরিব গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকায় আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি ও গাজীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রয়েল গ্রুপের কর্ণধার যমুনা পরিবারের সদস্য রায়হান আহমেদ হৃদয়।

স্বজন সমাবেশ গাজীপুরের সভাপতি আমান উল্লাহ আমানের সঞ্চালনায় সভায় বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক জিএস নাসিমুল ইসলাম মনির, জিসিসির সাবেক কাউন্সিলর খাইরুল আলম বিএসসি, ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গাজীপুর জজ আদালতের এপিপি অ্যাডভোকেট মাহবুব মোল্লা, স্থানীয় ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. মতিজুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের কোষাধ্যক্ষ এসএম হাবিবুর রহমান হাবিব, স্থানীয় বিএনপি নেতা আলতাফ হোসেন, জহিরুল ইসলাম জহির, যুবদল নেতা খন্দকার মোনায়েম, ফিরোজ মিয়া, লিটন মিয়া, ব্যবসায়ী নেতা হাজী আবু বকর সিদ্দিক, হারুন অর রশিদ, মোতালেব মিয়া, রোয়া ফ্যাশনের জিএম মনির হোসেন, সাবেক সেনা সদস্য চান মিয়া প্রমুখ।

বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল ইসলামের আত্মার মাগফিরাত ও তার পরিবারের সদস্যদের সুস্থতার জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাইতুল্লাহ নুর জামে মসজিদের খতিব মাওলানা কেফায়াত উল্লাহ। এ সময় উপস্থিত সবার মাঝে তোবারক বিতরণ করা হয়।

স্মরণসভায় অতিথিরা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখেছেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। তিনি শিল্প খাতের একটি বিপ্লবের নাম। তিনি ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক; যা কিছু করেছেন দেশের জন্যই করেছেন, দেশের বাহিরে কিছু করেননি। তিনি দুই হাত ভরে দেশকে শুধু দিয়েই গেছেন। তিনি অস্ত্র হাতে ১৯৭১ সালে দেশমাতৃকার মুক্তির জন্য যুদ্ধ করেছেন। গাজীপুরের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এই কর্মবীর।

Share This Article
Leave a Comment