প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৯:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ১০:৪৪ এ.এম
গাজীপুর ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সভাপতি এম মঞ্জুরুল করিম রনি ও সম্পাদক ফাকরুল ইসলাম
গাজীপুর ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভা শনিবার, (২ জুলাই) ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দিনভর নানা আয়োজন, সদস্যদের উপস্থিতি ও প্রাণবন্ত পরিবেশে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা ও গত এক বছরের কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ন আলোচনা হয়।
সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে গাজীপুর ক্লাব লিমিটেডের ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এম মঞ্জুরুল করিম রনি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ ফাকরুল ইসলাম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, কোষাধক্ষ্য মোঃ আক্তার হোসেন, নির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান এলিস, মোঃ সাইফুল ইসলাম, মোঃ লুৎফর রহমান (লাতু), মোহাম্মদ শাহাদাত হোসেন (শাহীন), মোঃ আঃ রউফ বাবুল, মির্জা মইন উদ্দিন, খান জাহিদুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম গাজী, আলহাজ্ব শেখ মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ খোরশেদ আলম, প্রকৌশলী আজমল খন্দকার সায়েম।
গঠিত কমিটির সদস্যরা আগামী তিন বছর গাজীপুর ক্লাব লিমিটেডের নেতৃত্বে থাকবেন। সভা শেষে ক্লাবের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
Copyright © 2025 অজানা খবর. All rights reserved.