শ্রীপুরে দুই মাদক চোরা কারবারিকে আটক

1 Min Read

গাজীপুরের শ্রীপুরে ১মণ ৮কেজি গাঁজাসহ আন্তঃজেলা দুই মাদক চোরা কারবারিকে আটক করেছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (২ আগস্ট) বিকেলের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এরআগে সকালের দিকে উপজেলার শ্রীপুর-গড়গড়িয়া মাস্টার বাড়ি সড়কের ওপর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন,ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের আব্দুল হাসিম মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পৌরসভার চান্দ মধ্যপাড়া গ্রামের জলিলের ছেলে কাজল মিয়া(২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাজীপুরের উপপরিচালক মোঃ এমদাদুল ইসলাম বলেন,’ গোপন সংবাদে জানতে পারি একটি মিনি পিকাপে বহন করে মাদকের চালান শ্রীপুরের দিকে যাচ্ছে। এমন সংবাদে শ্রীপুর-গড়গড়িয়া মাস্টার বাড়ি আঞ্চলিক সড়কের আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় পিকাপের মধ্যে কাগজের বস্তায় মোড়ানো অবস্থায় ১ মণ ৮কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলার পর আসামিদের হস্তান্তর করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান নিয়মিত চলবে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন,’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন থানা পুলিশের সহায়তায় গাঁজাসহ ২জনকে আটক করা হয়। পরে থানায় নিয়মিত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share This Article
Leave a Comment