প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৩:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ১০:৪৮ এ.এম
বারিতে জুলাই পুনর্জাগরণ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) জুলাই বিপ্লব ২০২৪-এর স্মৃতিচারণ, গণতন্ত্রের পুনর্জাগরণ স্মরণে ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে বারি’র প্রশাসনিক ভবনের মূল ফটকে (৩ আগস্ট২০২৫ ) আলোকচিত্রে জুলাই পুনর্জাগরণ-২০২৪ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশ এক ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করে- যখন রাষ্ট্রীয় দমন-পীড়ন, গুম, খুন, দুর্নীতি ও বাকস্বাধীনতা হরণের বিরুদ্ধে ছাত্র-জনতা এক মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়। সেই গণআন্দোলনের নামই জুলাই বিপ্লব ২০২৪, যা দেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করে। জুলাই বিপ্লব শুধু একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি একটি জাতিগত চেতনার জাগরণ। যে স্বৈরাচার সরকার বছরের পর বছর জনগণের কণ্ঠরোধ করেছিল, সেই দুঃসময়ের অবসান ঘটিয়ে জনগণের বিজয় নিশ্চিত করে এই বিপ্লব।
বারির মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জুলাই বিপ্লব স্মরণে আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন। এসময় বারির সকল পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, ইনস্টিটিউটের সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এ সময় প্রধান অতিথি তার বক্তবে বলেন- জুলাই বিপ্লব এমন এক সংগ্রামের গৌরব গাঁথা যা আমাদের জাতীয় জীবনে উজ্জ্বল হয়ে থাকবে। যার মাধ্যমে গণতন্ত্রের পুনরুদ্ধার ঘটে। মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পায়।
Copyright © 2025 অজানা খবর. All rights reserved.