ব্রিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন

1 Min Read

তারুণ্যের উৎসব ২০২৫ এর অংশ হিসেবে রবিবার (৩ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

ব্রির মেডিকেল শাখা আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। রোটারি ক্লাব অব ভাওয়াল এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব ভাওয়াল এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. আমিরুল ইসলাম, ব্রির কৃষিতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পালন কমিটির আহবায়ক ও ফোকাল পয়েন্ট ড. মো. আদিল বাদশাহ। সভাপতিত্ব করেন ব্রির মেডিকেল শাখার প্রধান ডা. হাবিবা সুলতানা।

অনুষ্ঠানে ব্রির সকল বিভাগ ও শাখা প্রধানগণ এবং ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment