গাকৃবি’তে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন প্রশাসনিক ভবনের সম্মুখ চত্বরকে উপাচার্যের ‘ জুলাই ৩৬ চত্বর’ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
4 Min Read

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আজ আনন্দ, আবেগ ও শ্রদ্ধার সাথে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসে আয়োজিত হয় জুলাই’২৪ গণঅভ্যুত্থান স্মরণে দোয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক সন্ধ্যার। এতে জুলাই গণঅভ্যুত্থানের বিজয়কে ধারণ করে রাখার জন্য গাকৃবির প্রশাসনিক ভবনের সম্মুখ চত্বরকে ‘ জুলাই ৩৬ চত্বর’ ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

এ গণঅভ্যুত্থান দিবসের শুভ সূচনা হয় বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার এ রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে। পরে সকাল ১০ টায় এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এর নেতৃত্বে গাকৃবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা একাত্ম হয়ে অংশ নেন। প্ল্যাকার্ড আর স্লোগানে মুখরিত সেই র‌্যালি মুহূর্তে পরিণত হয় প্রতিরোধের প্রতীকে। এরপর নতুন কৃষি অনুষদের নিচে আয়োজিত হয় স্থিরচিত্র প্রদর্শনী, যেখানে ফুটে ওঠে জুলাই ’২৪ এর প্রতিটি সাহসী মুহূর্ত। সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গণঅভ্যুত্থান স্মরণে আলোচনাসভা। মহতী এ আলোচনাসভায় সভাপতির আসন অলংকৃত করেন গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান এবং বিশেষ অতিথি ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদীয় ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, শিক্ষক-শিক্ষার্থী, প্রভোস্ট এবং শিক্ষকবৃন্দসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনার শুরুতেই জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে আলোচনা পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। এরপর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রদর্শিত হয় গাকৃবি কর্তৃক নির্মিত জুলাই’২৪ এর উপর একটি প্রামাণ্যচিত্র, যা মনে করিয়ে দেয় সেই ভয়াল দিনগুলোর সত্য, ইতিহাসের অবিস্মরণীয় মুহূর্তসমূহ। আলোচনা পর্বে গাকৃবি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন হাফসা শারমীন এবং সাজ্জাতুল ইসলাম শাওন, কর্মচারী ও কর্মকর্তাগণের পক্ষে যথাক্রমে বক্তব্য দেন দুলাল হোসেন এবং আবু হানিফ পালোয়ান। অন্যদিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ আবু আশরাফ খান ও প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম এবং শিক্ষকবৃন্দের পক্ষ থেকে প্রফেসর ড. মোঃ গোলাম রসুল ও প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বক্তব্য প্রদান করেন।

পরে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “জুলাই ’২৪ ছিল কেবল একটি গণঅভ্যুত্থান নয়, ছিল ন্যায়বোধ, গণতন্ত্র ও মানুষের অধিকারের জয়গান। সুতরাং শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।” অনুষ্ঠানের সভাপতি উপাচার্য সমাপনী বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জুলাই বিপ্লবে শহিদ ও আহতদের। পরে উপাচার্য বলেন, আজ আমরা এক গর্বিত ও বেদনাময় উপলক্ষে একত্রিত হয়েছি জুলাই’২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ হওয়া অকুতোভয় তরুণদের প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা ও প্রতিজ্ঞা প্রকাশ করতে। এই দিনটি কেবল একটি তারিখ নয়; এটি এক জীবন্ত ইতিহাস, এক গণজাগরণের প্রতীক।’’ উপাচার্য আরো বলেন, ‘‘ যাদের ত্যাগের বিনিময়ে এ বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে আমাদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’’ জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের কল্যাণে উপস্থিত সকলেই অবদান রাখবেন এ কামনা করে সভাপতির বক্তব্য শেষ করেন তিনি।

পরে সন্ধ্যা ৭টায় শুরু হয় গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আয়োজন ছিল একটি শ্রদ্ধাঞ্জলি তাদের প্রতি, যারা নিজেদের ভবিষ্যৎকে উৎসর্গ করে গড়েছে একটি মুক্ত আগামী।

Share This Article
Leave a Comment