গাজীপুর জয়দেবপুর রেল জংশনে মুগ্ধ’র নামে সুপেয় পানির কর্ণার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
2 Min Read

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে জুলাই শহিদ মুগ্ধের স্মরণে নির্মিত হয়েছে”মুগ্ধ সুপেয় পানির কর্ণার” । মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন সাধারণ যাত্রীদের জন্য কর্ণারটি উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান, পুলিশ সুপার ড. যাবের সাদেকসহ অন্যান্য কর্মকর্তারা।

তারুণ্যের আইডিয়ায় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকায় এটি নির্মাণ করেছে বলে জানিয়েছেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, মুগ্ধ কর্ণারটি গাজীপুরের শ্রমজীবী মানুষের সুবিধার জন্য নির্মিত হয়েছে। এর মাধ্যমে মুগ্ধের স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে।

জয়দেবপুর জংশনে শান্তাহারে যাওয়ার উদ্দেশ্যে ট্রেনের অপেক্ষায় থাকা প্রাণ-আর- এল’র কর্মী জাহিদুল ইসলাম কর্নারে পানি নিতে গিয়ে জানান, বাংলাদেশে রেলওয়ে স্টেশনগুলোতে বিশুদ্ধ পানির খুব অভাব। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ কর্নারটি নির্মাণ করায় সাধারণ যাত্রীদের বিশুদ্ধ পানির অভাব অনেকটা লাঘব হলো।

এর আগে জেলার বিভিন্ন স্থানে জুলাই শহিদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা।

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন মীর মাহফুজুর রহমান মুগ্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯ ব্যাচের শিক্ষার্থী ছিলেন তিনি। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সেদিন অকুতোভয় মুগ্ধ সেবা দিয়ে চলেছেন অন্য শিক্ষার্থীদের। ‘পানি লাগবে কারও, পানি’ বলে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানির বোতল বিতরণ করছিলেন তিনি।

Share This Article
Leave a Comment