শ্রীপুরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, গ্রেফতার ২

1 Min Read

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নাম এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। তাৎক্ষণিক ভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরিও।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে গল্প ছড়ার চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়কেজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেফতারকৃতদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় তাদের মধ্যে ধস্তাধস্তি হলে রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।

পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলের উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ খবর পেয়ে দুইজনকে আটক করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো জানান, নিহত ও গ্রেফতারকৃতরা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তা কেন্দ্রীক বিভিন্ন অপরাধের সাথে জড়িত।

Share This Article
Leave a Comment