শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজে তালা

শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু

4 Min Read

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করেছে শিক্ষার্থীরা। এসময় তারা অযোগ্য তিন শিক্ষককে অন্যত্র বদলী করাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। বুধবার হতে এ কর্মসূচি পালন শুরু করে ওই কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের তিন শিক্ষকের বিরুদ্ধে অযোগ্যতা, পাঠদানের সুশৃংখল পরিবেশ বিনষ্ট করন, নারী শিক্ষার্থীদের শারীরিকভাবে হেনস্তা ও মানহানি করা এবং শিক্ষার্থীদের নানাভাবে হয়রানী ও হুমকি দেয়ার অভিযোগে কয়েক মাস ধরে ওই শিক্ষকদের অন্যত্র বদলী করার দাবী জানিয়ে আসছিল শিক্ষার্থীরা। ওই দাবীতে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে গত ২ ফেব্রুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্লাশ ও পরীক্ষা বর্জন করে। ৭ ফেব্রুয়ারি সকালে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তারা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে। অথচ অভিযুক্ত ওই তিন শিক্ষক নার্সিং ইনস্ট্রাক্টর মো. জামাল উদ্দিন ভ’ইয়া, মো. তাজুল ইসলাম ও মো. মোখলেসুর রহমানকে অদ্যাবধি অন্যত্র বদলী না করে স্বপদে বহাল রেখেছে কর্তৃপক্ষ। এনিয়ে কলেজে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট হচ্ছে। এতে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ দেখা দেয়। এ অবস্থায় গত ৩১ জুলাই শিক্ষার্থীরা তাদের দাবী মেনে নিতে আন্দোলনের জন্য ৭ কার্যদিবসের আল্টিমেটাম ঘোষণা দেয়। এদিকে গত ১২ আগস্ট কলেজের পাঠদানের রুটিন ঘোষণা করে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের শিক্ষার্থীদের মেধাশুন্য করার লক্ষ্যে ওই রুটিনে পাঠদানের জন্য সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ৫ শিক্ষককে অন্তর্ভূক্ত করা হয় নি। এতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং বুধবার সকাল হতে বিক্ষোভ শুরু করে।

শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজের স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের (এসডব্লিউও) সভাপতি মেহেদী হাসান চয়ন জানান, দাবী মেনে না নেয়ায় বুধবার সকাল হতে কলেজের চারটি বর্ষের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ শুরু করে। এ সময় অনুষ্ঠিত এক সভায় ওই তিন শিক্ষককে অন্যত্র বদলী, শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা এবং ঘোষিত ক্লাশ রুটিন প্রত্যাহার করে অভিজ্ঞ শিক্ষকদের অন্তর্ভুক্ত করে নতুন ক্লাশ রুটিন ঘোষণার দাবীতে দুপুর ১২টা হতে অনির্দিষ্টকালের জন্য শাট ডাউন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এরপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কলেজের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন শুরু করে। দাবী আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলাকালে প্রতিদিন একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ উম্মে সালমা খানম জানান, শিক্ষার্থীদের দাবী সম্বলিত স্মারকলিপি পেয়েছি। ওই স্মারকলিপির ব্যাপারে পরবর্তী সিদ্ধান্তের জন্য নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠানো হয়েছে। তিনি জানান, ইতোমধ্যে শিক্ষার্থীদের দাবী মেনে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবী অনুযায়ী এখানে আমার যোগদানের আগে গত ফেব্রুয়ারি মাসে অধ্যক্ষ পদে নতুন নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে মঙ্গলবার ঘোষিত ক্লাশ রুটিনে কয়েক শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয় নি। তবুও তারা তিন শিক্ষককে এ প্রতিষ্ঠাণ হতে অন্যত্র বদলী করার জন্য আমার উপর চাপ সৃষ্টি করছে। অথচ সরকারি বিধি অনুযায়ী শিক্ষকদের বদলী করার ক্ষমতা একজন অধ্যক্ষ হিসেবে আমার নেই। এ অবস্থায় বুধবার দুপুর হতে শিক্ষার্থীরা তিন শিক্ষককে অন্যত্র বদলী করার দাবীতে ক্লাশ বর্জন করে শাট ডাউন কর্মসূচি পালন শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে।

Share This Article
Leave a Comment