প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৫:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ১১:৪১ এ.এম
গাকৃবিতে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গঠনে টেকসই প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরিবেশবান্ধব উন্নয়ন ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি “পরিচ্ছন্ন ক্যাম্পাস, সবুজ ভবিষ্যৎ: টেকসই উন্নয়নে বজর্য ব্যবস্থাপনাচ্ শীর্ষক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এ টেকসই উন্নয়নমূলক প্রশিক্ষণটি আজ রবিবার (১৭ আগস্ট) সকাল ১১ টায় আইকিউএসির সেমিনার রুমে অনুষ্ঠিত হয়। গাকৃবিতে টেকসই বজর্য ব্যবস্থাপনা সংস্কৃতি গড়ে তোলার প্রয়াসে নতুন ডাস্টবিন স্থাপন, সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ‘ক্যাম্পাস গ্রিন লিডারথ হিসেবে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসিথর পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। আইকিউএসিথর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। এ বিশেষ অনুষ্ঠানে প্রশিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীগণসহ ৫০ জন সদস্য। অনুষ্ঠানের শুরু হয় আইকিউএসিথর সভাপতির স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে। বক্তব্যে তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অভীষ্ট অর্জন ও এ প্রশিক্ষণের বিষয়ে সারসংক্ষেপ তুলে ধরেন। এরপর বৈশ্বিক টেকসই উন্নয়ন র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার সুনির্দিষ্ট পথ হিসেবে বিশ্ববিদ্যালয়ে বজর্য ব্যবস্থাপনার ভূমিকা ও পরিচ্ছন্নতা কার্যক্রম কেমন হওয়া উচিত সে বিষয়ে সচিত্র তথ্য উপস্থাপন করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
পরে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘আজকের এই প্রশিক্ষণ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি একটি সচেতনতা জাগ্রতকরণের উদ্যোগ। বজর্য ব্যবস্থাপনা এখন আর শুধু পরিচ্ছন্নতার বিষয় নয় এটি স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এই উপলব্ধি থেকেই পরিবেশ বিষয়ক শিক্ষাকে শুধু পাঠ্যসূচির মধ্যেই সীমাবদ্ধ রাখছে না, বরং বাস্তব জীবনে প্রয়োগ উপযোগী করে তুলছে।থথ বক্তব্যের এক পর্যায়ে উপাচার্য উপস্থিত সকলকে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবার প্রতিশ্রুতি নেন। উপাচার্যের বক্তব্যের পর তাঁর নেতৃত্বে ক্যাম্পাস পরিচ্ছন্ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান গবেষণাগারের সামনে থেকে একটি বর্ণাঢ্য পদযাত্রা বের করা হয়। পদযাত্রা শেষে ছাত্রী হলের গেট সংলগ্ন স্থানে একটি ডাস্টবিন নিজ হাতে স্থাপন করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহে ডাস্টবিন স্থাপন করা হয়। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অনুপ্রেরণা যদি প্রত্যেকে নিজের জীবনে, পরিবারে এবং কর্মক্ষেত্রে কাজে লাগায় তবে এ উদ্যোগ নিঃসন্দেহে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে একটি অনন্য দৃষ্টান্ত হয়ে উঠবে বলে মনে করেন প্রশিক্ষার্থীগণ।
Copyright © 2025 অজানা খবর. All rights reserved.