প্রতিহিংসার শিকার নারী উদ্যোক্তা: গাজীপুরে ফলের বাগানে প্রবেশ পথ বন্ধ, ঘরবদ্ধ তিন পরিবার

1 Min Read

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সিঙ্গারদিঘি গ্রামের নারী উদ্যোক্তা ও শিক্ষক জহুরা আক্তারের প্রায় একশ বিঘার ফলের বাগানে প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে প্রতিহিংসাপরায়ণ প্রতিবেশীরা। প্রথমে তারা আংশিক রাস্তা কেটে কলাগাছ রোপণ করে, পরে পুরো রাস্তা দখল করে ধান চাষ শুরু করে দেয়। এতে জহুরা আক্তারের পরিবারসহ আরও দুইটি পরিবার ঘরবদ্ধ হয়ে পড়েছে।

জহুরা আক্তারের ত্রিশ বছরের শিক্ষকতা জীবনের সঞ্চয় ও ব্যাংক ঋণে গড়া এই বাগানে শতাধিক দেশি-বিদেশি প্রজাতির ফলগাছ রয়েছে। ইতিমধ্যেই প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হওয়ায় উদ্যোক্তা জহুরা আক্তার ব্যাংক কিস্তি পরিশোধে দিশেহারা হয়ে পড়েছেন।

তার স্বামী ও চ্যানেল আইয়ের গাজীপুর প্রতিনিধি সাংবাদিক ফজলুল হক মোড়ল অভিযোগ করে বলেন—কিছু স্বার্থান্বেষী ব্যক্তি জমি বিক্রির অজুহাতে দীর্ঘদিনের প্রচলিত প্রবেশ পথ জবরদখল করেছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ ভুইয়া জানান, ঘটনাস্থলে ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। খুব শিগগিরই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article
Leave a Comment