গাজীপুরের শিশু নোমান হত্যায় বাবু ইসলামের যাবজ্জীবন সাজা

1 Min Read
শিশু নোমান

গাজীপুরে শিশু আব্দুল্লাহ আল নোমান (৫) হত্যার ঘটনায় আসামি বাবু ইসলামকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে। আজ ১৮ আগস্ট (সোমবার) গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক অমিত কুমার দে এ একটু ভিন্ন রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন ভিকটিম শিশু আব্দুল্লাহ আল নোমান বানিয়ারচালাদিন হাজী মোহাম্মদ আলীর পুত্র। শিশু নোমান ২০১৮ সালের ১০ অক্টোবর নিজ বাড়ির এলাকায় খেলার সাথী সুমাইয়া ও সাদিয়াকে নিয়ে খেলার সময় আসামি বাবু ইসলাম তাকে ডেকে নিয়ে যায়। কিন্তু সন্ধ্যার পরে ও ছেলে বাড়িতে ফিরে না আসায় আশেপাশে খোঁজাখুঁজির পর সহপাঠীরা জানায় আসামি বাবু ইসলাম তাকে ডেকে নিয়ে গেছে।

আসামি বাবুকে জিজ্ঞাসাবাদে সে জানায়, শিশু নোমানকে হত্যা করে তার লাশ স্কুল ব্যাগে ভরে গুম করার উদ্দেশ্যে মহানগরের সাঁতাই এলাকায় একটি ময়লা স্তুপে ফেলে আসে। পরবর্তীতে আসামীর স্বীকারোক্ত অনুযায়ী পুলিশের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভিকটিমের বাবা হাজী মোহাম্মদ আলী জয়দেবপুর এজাহার দায়ের করেন। সে মামলায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত দীর্ঘ শুনানি শেষে (২৪৬০/২২ নম্বর মামলায়) আসামি বাবুকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। অভিযোগ প্রমাণিত না হয় অপর আসামি মজিবুরকে আদালত খালাস প্রদান করেন।

Share This Article
Leave a Comment