প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৫:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৫, ১:১১ পি.এম
গাজীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায়ের দাবিতে মানববন্ধন
গাজীপুরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার আদায় ও বিভিন্ন দাবি বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।
সহকারী শিক্ষক আসলাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে মূলবক্তব্য পেশ করেন রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোখলেছুর রহমান চৌধুরী টুটুল। তিনি শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এবং শিক্ষা পরিবারের পক্ষ হতে নবোযোগদানকৃত শিক্ষা সচিবকে অভিনন্দন জানান।
জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক আবু জাফর মোহাম্মদ সালেহ, সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান শিবলী, সিনিয়র শিক্ষক রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক তাহমিনা সুলতানা জুথী, সহকারী শিক্ষক এনামুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, সহকারি শিক্ষক পদটি এন্টিপদ ৯ম গ্রেড হিসেবে বাস্তবায়ন, চারস্তরীয় একাডেমিক পদসোপান, শুন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি, বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড প্রদান, জেলায় উপপরিচালক (মাধ্যমিক) পদ সৃষ্টি, সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সমান সংখ্যক শিক্ষকের পদসৃষ্টিসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
Copyright © 2025 অজানা খবর. All rights reserved.