
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের- ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোঃ শাহাদাত হোসেন শাহিন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে রাজবাড়ী সড়কে মহানগর বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মহানগরের প্রতিটি ওয়ার্ড থেকে আগত বিপুলসংখ্যক নেতা/কর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিএনপির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তিন অঙ্গসহযোগী সংগঠনের একটি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) এই সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৯ আগস্ট নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। সকাল ১০টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সারাদেশে জেলা ও মহানগর শাখায় র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও ফলদ-বনজ বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। ২০ আগস্ট একই ধরনের কর্মসূচি পালন করবে থানা, উপজেলা ও পৌর শাখাগুলো।
দুর্যোগকালীন দেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি বিএনপির একটি সহযোগী সংগঠন।