টঙ্গীতে ডাকাত-ছিনতাই চক্রের ৬৫ জন গ্রেফতার

1 Min Read

গাজীপুরের টঙ্গীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাত ও ছিনতাই চক্রের ৬৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পূর্ব থানা পুলিশ ৩৭ জন ও পশ্চিম থানা পুলিশ ২৮ জনকে গ্রেফতার করে।

মঙ্গলবার থানায় পৃথক পৃথক মামলা দায়ের শেষে গ্রেফতার ব্যক্তিদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিভিন্ন অপরাধে পূর্ব থানায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাই চক্রের সদস্যসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

Share This Article
Leave a Comment