গাজীপুর বিএনপি নেতার নামে মামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

2 Min Read

গাজীপুর সদর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মী ও স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় এ কর্মসূচি করা হয়। এসময় বেলা সোয়া ১১টা থেকে পৌনে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা ইসলাম উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার নামে মিথ্যা চাঁদাবাজি মামলা করা হয়েছে। পুলিশ কোনো প্রকার তদন্ত ছাড়াই তার বিরুদ্ধে মামলাটি এজাহারভুক্ত করে। অপরদিকে ইসলাম উদ্দিনের পক্ষের লোকজন প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়। চারদিনেও এই মামলাটি পুলিশ রেকর্ড না করায় ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার-সাফারি পার্ক রোডে অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা উঠানো নিয়ে দুই পক্ষের উত্তেজনা চলছিল। এ ঘটনায় সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসইম করে একটি চাঁদাবাজির মামলা করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহমেদ জানান, বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি ও হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি শহীদুল্লাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর পক্ষের দেওয়া অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে বিএনপি নেতা ইসলাম উদ্দিন বলেন, গত ১১ জুলাই শুক্রবার অটোরিকশা স্ট্যান্ডের চাঁদা উঠানো ও বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় দুটি পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় তিনি শ্রীপুর উপজেলায় বিএনপির একটি কর্মসূচিতে ছিলেন। ওই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসুল্লী বলেন, ঘটনার দিন আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন আমার সঙ্গে দলীয় একটি কাজে শ্রীপুরে ছিলেন।

বাঘের বাজার অটোরিকশা স্ট্যান্ড থেকে চাঁদা উঠানো ও বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইউনুস আলী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদকের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধ হয়।

Share This Article
Leave a Comment