
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ) বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) বক্তৃতা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বি আর আর আই উচ্চ বিদ্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম এবং মহাপরিচালক মহোদয়ের সহধর্মিনী ফারজিয়া আহমেদ সিম্মি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রির কৃষিতত্ত্ব বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান পালন কমিটির আহবায়ক ও ফোকাল পয়েন্ট ড. মো. আদিল বাদশাহ। সভাপতিত্ব করেন বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখের আলী দেওয়ান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্রির মাননীয় মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, আজ জুলাই গণঅভুত্থান দিবসে আমি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। জুলাইয়ে যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গু হয়েছেন, দৃষ্টি হারিয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ জাতি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। তিনি বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ তখনই স্বার্থক হবে যখন আমরা এ দেশকে একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে যে, কোনো ধরণের অন্যায় ও নিপীড়নের কাছে আমরা মাথা নোয়াবো না। আমরা প্রতিষ্ঠা করবো একটি জবাবদিহিমূলক, মানবিক, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র। এমন রাষ্ট্র, যা সবসময় জনকল্যাণে কাজ করবে। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি বক্তৃতা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে ব্রির বিভাগ ও শাখা প্রধানগণ এবং বি আর আর আই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।