
গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৩টায় জিএমপি হেডকোয়ার্টারের কনফারেন্স রুমে নিহত সাংবাদিক তুহিনের পরিবার ও তার সহকর্মীদের সাথে তিনি মিলিত হন।
সময় তিনি তুহিনের শোকাহত স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের সান্ত্বনা দেন এবং তুহিনের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। জিএমপি কমিশনার এসময় নিহত তুহিনের স্ত্রীর হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
সাক্ষাতকালে জিএমপি কমিশনার বলেন, ‘সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড আমাদেরও ব্যথিত করেছে। আমরা শুরু থেকেই হত্যাকাণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, এই কঠিন সময়ে তার পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব।
এসময় তিনি সাত দিনের মধ্যে চার্জশিটসহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে সর্বোচ্চ বিচার প্রাপ্তির নিশ্চয়তা দিতে চেষ্টা করবেন বলে উল্লেখ করেন।
সাংবাদিক তুহিনের স্ত্রী মুক্তা বেগম পুলিশ কমিশনারের এই সহানুভূতিশীল উদ্যোগে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক খায়রুল আলম রফিক, চিফ রিপোর্টার রেজাউল করিম রেজা, গাজীপুর জেলা প্রতিনিধি আদনান আখতার রাফি, মহানগর প্রতিনিধি শরিফ ওমর টুটুল, বিশেষ প্রতিনিধি আখতার হোসেন।
এর আগে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম নিহত তুহিনের সন্তানদের পাশে দাঁড়ান এবং অভিভাবকত্ব গ্রহণের ঘোষণা দেন। জিএমপি কমিশনার ড. নাজমুল করিম খানের এই সহায়তা পরিবারটির প্রতি প্রশাসনের মানবিক অবস্থানকে আরো সুদৃঢ় করল।